বাস্কেটবলে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

ইবি প্রতিনিধি: ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে বিপুল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

জানা যায়, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ইনডোরে আজ বিকেলে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় ৪৫-৭০ পয়েন্ট ব্যবধানে ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের অধিনায়ক সিদরাতুলমুনতাহা সঙ্গীত বলেন, আমরা ফাইনাল খেলায় বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়ে অতীতের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ণ রেখে চলছি এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। তিনি সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০মার্চ ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় সেশন-২ এ দেশের ১২টি সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন