ইবির প্রয়াত অধ্যাপক শহীদুল ইসলাম নূরীর স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি মরহুম অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম নূরীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ ২৩ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।

এ সময় তিনি বলেন, আমরা পৃথিবীতে চিরদিন থাকবোনা আর আমরা কে কখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব কেউ বলতে পারিনা যিনি আমাদেরকে জীবন দান করেছেন তিনিই জানেন আমাদের মৃত্যু কখন হবে। মরহুম শহীদুল ইসলাম নূরীর অসময়ে চলে যাওয়া আমাদেরকে ব্যথিত করেছে। মরহুমের কথা উল্লেখ্য করে বলেন, তিনি একজন সদাহাস্য ও সদালাপী মানুষ ছিলেন।

তিনি তাঁর ব্যবহার, আচার-আচরণের কারনে সকলের কাছে সার্বজনীন ভালোবাসার মানুষ ছিলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং যেকোন বিপদ-আপদে মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরীর পরিবারের পাশে থাকবার কথা পূর্ণ্যব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন। অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন মরহুমের স্ত্রী সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি এবং দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য করুন