আমি এ দেশের সবচেয়ে নির্যাতিত নেতা; জন্মদিনে এরশাদ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

নিজের ৯০ তম জন্মদিন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৯০ কেজি ওজনের কেক কেটে উদযাপন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার সকালে গুলশান ১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে নেতাকর্মী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনি জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানে হুইল চেয়ারে আসেন তিনি।

এসময় এরশাদ বলেন, আমার মতো নির্যাতিত, নিপীড়িত নেতা বাংলাদেশে আর একজনও নেই।

তিনি বলেন, স্ব-ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর ৫ দিনের মাথায় আমাকে জেলে যেতে হয়েছে। আমার ওপর নানারকম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। মনে জোড় ছিল বলে টিকে আছি। কেউ আমাকে দমাতে পারেনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ আরও বলেন, আমার শেষ কথা জাতীয় পার্টিকে শক্তিশালী করুন। দলকে আগামীতে ক্ষমতায় আনুন।

মন্তব্য করুন