
পাবলিক ভয়েস: বরিশাল বিশ্ববিদ্যলয় (ববি) তে নিরাপদ সড়ক চাই আন্দোলন আবারো জেগে উঠেছে। গতকাল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের আন্তর্জাতিক সম্পূর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর মৃত্যুতে আবারো ফুসে উঠেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন টি। গতবছর শহীদ রমীজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুলের দুই শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় মারা গেলে সাড়া দেশ ফু্সে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলনের।
গতকাল মঙ্গলবার বিইউপি শিক্ষার্থী আবরার মৃত্যুতে আবারো জেগে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলনটি। আন্দোলনকারীরা সাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে শামিল ও ক্লাস -পরীক্ষা বর্জনের আহ্বান জানায়। তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আজ (বুধবার) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা- পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এসময় তাদের হাতে নিরাপদ সড়ক চাই, মগজ তো রাস্তায়- তবে দেশ চালায় কারা, এর পর হতো আমার লাশটাও রাস্তায় পরে থাকবে এমন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভোলা রাস্তার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।এ সময় তারা আমার ভাইয়ের রক্ত, প্রশাসন জবাব চাই, উই ওয়ান্ট জাস্টিস, রাস্তায় মরে ছাত্র- প্রশাসন কি করে,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না ইত্যাদি স্লোগান দিতে মুখরিত করে রাখেন।

