আত্মহত্যা নিরসনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণা মূলক সেমিনার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

ইবি প্রতিনিধি: আত্মহত্যা নিরসনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যে’র” আয়োজনে অনুপ্রেরণা মূলক সেমিনার অনুষ্ঠিত।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে তারুণ্যে’র সভাপতি আরমান রেজা জয় এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, আমাদের তরুণদের মাঝে যদি সাময়িক ব্যর্থতা দেখা দেয়, মনের কোন ইশান কোনে উঁকি মারে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বলি তোমরা সরাসরি ভাইস চ্যান্সেলর এর সাথে শেয়ার করবে।

আমরা তোমার মনের ভাব সমান ভাবে সইব। আমরা তোমাদের বাধ্য করছিনা এপিল করছি, জীবন অনেক সুন্দর, শর্তহীন। আর এই জীবনকে উপভোগ করো। যদি প্রয়োজন হয় আত্মহত্যা নয় জীবনকে আত্ম উৎসর্গ করবে।

আমাদের বাংলাদেশে শ্রেষ্ঠ সন্তান তারা যারা একাত্তর এর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মবলি দিয়ে গেছে। তারা এপথ বেছে নিয়েছে তার কারণ একজন মরলে পুরো জাতি বেঁচে যাবে। সে মৃত্যু তারা বেছে নিয়েছে যে মৃত্যু মহিমান্বিত যে আত্ম উৎসর্গ মহিমান্বিত।

কিন্তু কাপুরুষোচিত আত্নহত্যা মহিমান্বিত হতে পারেনা। বেঁচে থাকার জন্য ১০১ টি উপায় বের করতে হবে, আত্মহত্যার জন্য ১টি কারণও বের করা যাবেনা।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ এর সাইকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন হোসাইন।

এছাড়াও উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী তারুণ্যের লাইব্রেরি এর উদ্ধোধন করেছেন।

মন্তব্য করুন