শিক্ষা ও গবেষণা জোরদারে কাজ করবে খুবি ও ওয়াগনেন বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

খুবি প্রতিনিধি: আজ ১৯ মার্চ বিকেল সাড়ে ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে নেদারল্যান্ডসের ওয়াগনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের একটি প্রতিনিধিদল উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে ওয়াগনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. এডোলপ ডেবপোর্ট ও প্রফেসর ড. মার্ক খুলনা বিশ্ববিদ্যালয় থেকে উক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং পিএইচডি গবেষণারত এবং গবেষণা সম্পন্নকারী শিক্ষার্থীদের বিষয় এবং যৌথ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য সফররত প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা- গবেষণা প্রকল্প গ্রহণ এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহী।

তিনি বলেন, নেদারল্যান্ডসের পানি ভৌত অবকাঠামো, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা রয়েছে। আমরা তাদের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা-গবেষণায় সমৃদ্ধকরণ ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নের অভীষ্ট লক্ষ্য ত্বরান্বিত করতে চাই। তিনি ভবিষ্যতে ওয়াগনেন বিশ্ববিদ্যালয়ে সফরের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, প্রফেসর ড. মোসাঃ মুসলিমা খাতুন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ওয়াগনেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডিরত খুবির প্রাক্তন ছাত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকাল ১০ টায় স্থানীয় একটি অভিজাত হোটেলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কচুরীপানা থেকে মূল্যসংযোজিত দ্রব্যাদির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিকল্প জীবীকা নির্বাহ এবং প্রতিবেশ সহনশীলতা শীর্ষক প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস এর উন্নয়ন সহযোগী সংস্থা ব্লু গোল্ডের ইনোভেশন ফান্ডের সহযোগিতায় গৃহীত এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সূচনা বক্তব্য রাখেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।

প্রকল্পের উদ্দেশ্য, সুযোগ এবং গবেষণা পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন প্রকল্পের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। নেদারল্যান্ডসের কচুরীপানা সমস্যার অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন ওয়াগনেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এডোলপ ডেবপোর্ট। কর্মশালায় কচুরীপানার বাণিজ্যিক সম্ভাবনার বিষয় বিশ্লেষণ করে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. নূর-উন নবী। প্রারম্ভিক এই কর্মশালায় ব্লু গোল্ড প্রকল্পের আওতায় পরিচালিত উপকূলীয় বাঁধ এলাকায় পানি ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন