ববি’তে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় “সচেতন হউন, ভালো থাকুন” এই স্লোগান সামনে রেখে র‌্যালির মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়।

র‌্যালি শেষে কনজুমার ইয়ুথ বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ভোক্তা অধিকার আইন সকলের জানা উচিত, আমি মনে করি সিওয়াইবি ববি শাখা সে দায়িত্ব পালন করবে। লোক ও প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিয়া সুমাইয়া বলেন, বাংলাদেশে “ভেজাল খাদ্য” এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

আজকের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সাধারণ জনগনকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। কনজুমার ইয়ুথ বাংলাদেশ, ববি শাখার সভাপতি লোকমান হোসেন বলেন, আমরা সতর্ক থাকবো এবং অন্য ভোক্তাদেরকে সতর্ক করবো।

আমরা চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যাক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক আরিফ হোসেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সামনের বাজারের দোকানিদের কে তাদের কর্তব্য এবং ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

উল্লেখ্য, ক্যাম্পাস বন্ধ থাকায় ১৫ তারিখ দিবস পালন করা হয়নি।

মন্তব্য করুন