চবির এইচআরএম বিভাগের শিক্ষার্থীদের শিল্প-কারখানা পরিদর্শন

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
শিক্ষক শিক্ষার্থীরা এক ফ্রেমে

অন্তু, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (মানব সম্পদ ব্যবস্থাপনা) বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সর্বপ্রথম মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ হিসেবে ২০১৩-২০১৪ সেশন নিয়ে যাত্রা শুরুর পর এটাই ছিলো বিভাগটির প্রথম শিল্পকারখানা পরিদর্শন। পরিদর্শনে ছিলো প্রায় ১০০ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক।

গত ১৫-১৭ মার্চ বিভাগের ব্যবস্থাপনায় ব্যাতিক্রমধর্মী এ আয়োজন করা হয়।

যাত্রাপথের শুরুতে তারা কুমিল্লার শালবন বিহার এবং ফেরার পথে প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পানাম সিটি পরিদর্শন করে। ১৬ই মার্চ বিভাগটির শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী ইন্ডাস্ট্রিয়াল পার্কে গেলে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ তাদের সংবর্ধনা জানায়। শিক্ষার্থীরা সারাদিন প্রানের বিভিন্ন পন্য উৎপাদন প্রক্রিয়া, কারখানা ব্যবস্থাপনা এবং মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন।

এক ফ্রেমে শিক্ষক ও প্রান-আরএফএলের কর্মকর্তারা

শিক্ষার্থীদের জন্য আয়োজিত কনফারেন্স বক্তৃতায় ঘোড়াশাল প্রাণের ফ্যাক্টরি ম্যানেজার দীপক কুমার দেব বলেন “প্রতিষ্ঠান পরিদর্শনে স্বচোক্ষে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদের পরবর্তি জীবনে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের মানব সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে শিল্পউৎপাদনের মাত্রাকে বেগবান করবে।”

এইচআরএম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন “একজন প্রফেশনাল মানব সম্পদ ব্যবস্থাপকই পারে আধুনিক শিল্প ও ব্যবস্থাপনার জ্ঞানের আলোকে প্রতিষ্ঠানের মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করে প্রতিষ্ঠানকে উন্নয়নের সর্বোচ্চ শিখড়ে পৌছে দিতে।” তিনি প্রাণ-আরএফএল গ্রুপের মতো অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য তাদের প্রতিষ্ঠান পরিদর্শনের সহজ সুযোগ করে দেওয়ার আহবান জানান।

মন্তব্য করুন