

পাবলিক ভয়েস: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপিত হয়েছে। নানা আয়োজন দিনকে স্মরণীয় করে রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিশাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সদ্য নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পূষ্পস্তবক অর্পন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ২৪ টি বিভাগ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষথেকে এসময় পূষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিশুযত্ন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলেদেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
এসময় কেক কেটে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক বিভাগের ডিন ড. মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক- শিক্ষীকামন্ডলীসহ প্রমুখ।