

‘কলরব’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে কলরব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী জঙ্গী হামলার প্রতিবাদে হটিউনের ব্যানারে রিলিজ হয়েছে ‘নো মোর টেররিজম’ শিরোনামে জাতীয় সাংস্কৃতি সংগঠ কলরব ‘র নতুন গান।
জনপ্রিয় কবি ও গল্পকার সাইফ সিরাজের কথা ও কলরব শিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলরবের একঝাক শিল্পী। রিপোর্ট লেখা অবধি ইউটিউবে হলিটিউন চ্যানেলে গানটি ইতোমধ্যে ৯২ হাজার বার দেখা হয়েছে।
উল্লেখ্য, গত জুমার নামাজের সময় খ্রিস্টান জঙ্গী কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলায় অন্তত ৪৯ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়। এই হামলায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও গুলিবিদ্ধদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী সন্ত্রাসী ট্যারেন্টের ২০ দিনের রিমান্ড দিয়েছে দেশটির আদালত।
গানটির ভিডিও লিংক- ‘নো মোর টেররিজম’