জাবির হলে নবজাতক প্রসব; ট্রাঙ্কে বন্দি রেখে মা গেলেন হাসপাতালে

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় এক নবজাতককে উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতকের মা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

হলের শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ওই ছাত্রীর রুমমেট ও আশেপাশের কক্ষের শিক্ষার্থীরা তার প্রসব বেদনার কথা জানতে পারেন। তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে জানালে নার্স এসে তাকে এনাম মেডিকেল কলেজে নিতে বলেন। কিন্তু এর আগেই সন্তান ভূমিষ্ট হলে কাউকে না জানিয়ে নবজাতককে ট্রাঙ্কে তালাবদ্ধ করে রাখেন তিনি। এক পর্যায়ে ওই ছাত্রী প্রসব পরবর্তি বেদনায় এনাম মেডিকেলে যাওয়ার পর তার কক্ষে নবজাতকের কান্নার আওয়াজ পান অন্য শিক্ষার্থীরা।

খোঁজাখুজি করে কক্ষে থাকা ট্রাঙ্ক থেকে তালা ভেঙে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে নবজাতককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেল পাঠান।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, ‘নবজাতককে যখন মেডিকেলে আনা হয়, তখন তার শরীর সম্পূর্ণ নীল রং ধারণ করেছিল। অক্সিজেন দিয়ে স্বাভাবিক করে এনাম মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার রাত নয়টা ৪০ মিনিটে নবজাতকটি হাসপাতালে মারা গেছে তবে মা জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন