প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া ভাগ্যের ব্যাপার : ডাকসু ভিপি নুরুল হক

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

গণভবনে ডাকসু নেতাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রন পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়া ভাগ্যের ব্যাপার।’ নুরুল হক বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন। আমাদের সবার উচিত সেখানে যাওয়া। আমরা যাচ্ছি গণভবনে।’

আগামী শনিবার বিকেল ৪টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আলোচিত ডাকসু নির্বাচনে আরও আলোচনার জন্ম দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক। তিনি ভিপি নির্বাচিত হওয়ার পর ছাত্রলীগ তার উপর চড়াও হয়েছিল বেশ কয়েকবার। কোটা সংস্কার আন্দোলনের সময়ও তিনি বেশ কয়েকবার মার খেয়েছিলেন ছাত্রলীগের হাতে। ছাত্রলীগের রাজনীতি করা নুরুল হক নুরকে ভিপি পদে মেনে নিতেও অপারগতা প্রকাশ করেছিল ছাত্রলীগ নেতারা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ ছাত্রদের দাবি অনুযায়ী ছাত্রলীগ এই ফলাফল মেনে নেয় এবং ডাকসু ভিপি হিসেবে নুরুল হক তাঁর অবস্থানও শক্ত করে নেন।

গত ১১ মার্চ সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী (শোভন) পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

ভিপি নির্বাচিত হওয়ার দুদিন পরই তিনিসহ পুরো ডাকসু প্যানেল প্রধানমন্ত্রীর সাক্ষাতের আমন্ত্রণ পান।

মন্তব্য করুন