ববি’তে আগামী ১৫ ও ১৬ই মার্চ প্রথম আন্তজার্তিক সম্মেলন

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ক আন্তজার্তিক সম্মেলন। আগামী ১৫ ও ১৬ ই মার্চ সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের আয়োজনে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর অভিজিত দাসগুপ্ত। তিনি Law and people on the Margins of society বিষয়ে কথা বলবেন।

সম্মেলনে আলোচ্য বিষয়গুলো হলো দারিদ্রতা ও অসমতা, জলবায়ু পরিবর্তন, টেকনোলোজি ও পরিবর্তন, আইন ও বিচার, সরকার ও অর্থনৈতিক উন্নয়ন, সমতা ও সামাজিক বিচার, লিঙ্গ ও উন্নয়ন, শ্রমিক ও শ্রমিক উন্নয়ন, অবিভাশন ও উন্নয়ন, শক্তি, ক্ষমতা ও প্রাকৃতিক উৎস, সামাজিক ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, সাংস্কৃতি, অর্থনীতি ও বৈশিক রাজনীতি, অর্থনেতিক উন্নয়নসহ ইত্যাদি বিষয়।

মন্তব্য করুন