

কাউসার হুসাইন, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী পরিবহনে শৃঙ্খলা আনয়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটির সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এতে মাজহারুল ইসলাম হানিফকে আহবায়ক এবং নাজমুল সবুজকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মামুনুর রশিদ, কামাল হোসেন এবং কাজী লাবিবা। শিক্ষার্থীবাহী পরিবহনের সকল সমস্যা সমাধানের লক্ষে আগামী ছয় এ আহবায়ক কমিটি দায়িত্ব পালন করবে।