কুবিতে শুভ সংঘের কমিটি গঠন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

কাউসার হুসাইন, কুবি: ‘শুভ কাজে, সবার পাশে’ এই মূলমন্ত্র ধারণ করে কালের কণ্ঠ শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ১ম কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাবুই চত্ত্বরে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী তায়্যেবুন মিমি এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফরহাদুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সাদমান সায়েদ সাদ, শরীফুল ইসলাম, জিয়াউল হাসান শামীম, আয়েশা লতা, শাহরিয়ার খান নোবেল, নূরে জান্নাত বিনতে নাহার, শাহ আমানুল্লাহ পরান, অর্ক গোস্বামী, যুগ্ম সম্পাদক জারিফাহ তাসমিয়া প্রেরণা ও কাউসার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন ও রাতুল বিশ্বাস পিউল, অর্থ সম্পাদক মনিরুজ্জামান সানি ও উপ অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজয় ধর ও উপ প্রচার প্রকাশনা সম্পাদক রিফা সাদিয়া ভাবনা, সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী হোসেন ও উপ সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া হক, সমাজকল্যান সম্পাদক উম্মে কুলসুম নিশাত ও উপ সমাকল্যান সম্পাদক নুরুন্নবী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী ও উপ ক্রীড়া সম্পাদক জাহিদ আল ইসলাম এবং নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া তাবাসসুম এবং উপ নারী বিষয়ক সম্পাদক হয়েছেন মারজাহান মারিয়া। কার্যকরী সদস্য হিসেবে আছেন হৃদয় হোসেন, জসিম, উম্মে হানি, ইফতেকার আহমেদ, লিটন, আনিকা বুশরা, আফসার আল তাহিবি, কিশোর কুমার, ইসরাফিল আজম, সাইফুল ইসলাম।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন। অন্যান্য উপদেষ্টারা হলেন, ড. মোহাম্মদ গোলাম মাওলা (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ), কাজী এম আনিছুল ইসলাম ও আলি আহসান (প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), এবং আবুল কাসেম হৃদয় (জেলা প্রতিনিধি, কালের কন্ঠ)।

মন্তব্য করুন