আপনি জিতলে সুষ্ঠু, আমি জিতলে কারচুপি

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেয়া যাবে না।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবী করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে কয়েকজন সাধারণ ভোটার। শুরুতে দুইজন অবস্থান নিলেও পরে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরো ভোটার সেখানে যোগ দেয়। মঙ্গলবার বেলা দুইটা থেকে প্লেকার্ড হাতে প্রথমে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন রাসেল আহমেদ সোহাগ এবং শেখ নাজমুল আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে তারা দুজনেই স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। রাজুতে অবস্থান নেয়ার কারণ হিসেবে জানতে চাইলে পাবলিক ভয়েসকে রাসেল জানান, “বাম সংগঠন, সতন্ত্র জোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়কে অকার্যকর করতে চায়।” রাসেল আরো বলেন, “প্রথমে সহ-সভাপতি এবং সমাজসেবা সম্পাদক পদ ব্যতীত সকল পদে পুনরায় নির্বাচন দেয়ার কথা বলছে, পরে তারা আবার মত বদলে পুনরায় নির্বাচন দেয়ার কথা বলছে। তারা ঠিক জানে না তারা কি চায়।

শেখ নাজমুল আহমেদ জানান, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেয়া যাবে না। আমরা সচেতন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করতে দিতে পারি না। আমাদের কর্মসূচী চলমান থাকবে।” প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নির্বাচন সুষ্ঠু হয়নি দাবীতে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দেয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।

মন্তব্য করুন