খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর উদ্যোগে দুপুর দেড়টায় এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি মিরপুর ১০ নং গোল চত্ত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজ অতিক্রম হয়ে মিরপুর ১৩ নং বিআরটিএ’র সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

নেতাকর্মীরা কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার কণ্ঠে মিছিলে শ্লোগান দেন।

মন্তব্য করুন