

পাবলিক ভয়েস: ডাকসু নির্বাচনের ফল মেনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন। আজ মঙ্গলবার (১২ মার্চ) ৩ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুরের নাম ঘোষণার প্রতিবাদে এবং ফলাফল প্রত্যাখ্যান করে ভিসির বাসভবন ঘিরে বিক্ষোভ করে ছাত্রলীগ কর্মীরা।
আজ মঙ্গলবার (১২ মার্চ) গভীর রাত থেকে ভিসির বাসভবন ঘিরে রাখে তারা। সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীদের এসে অবরোধকারীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে। এসময় ভিসির বাসভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগের কর্মীরা।
গতকাল সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণার প্রতিবাদ ও ফলাফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগ। তাদের দাবি, নুর জামায়াত-শিবির কর্মী।
ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।
নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।