
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভাবনের কাছে টায়ারে আগুন জ্বালিয়ে ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ।

পাবলিক ভয়েস: এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের দাবি তুলেছে ক্ষমতাসীন দল সমর্থিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংগঠনটি আজ (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে।
সেসময় সংগঠনটির নেতা-কর্মীরা উপাচার্যের (ভিসি) বাসভবনের কাছে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। তারা নির্বাচনটিকে একটি ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে স্লোগান দেয় এবং পুনর্নির্বাচনের দাবি সম্বলিত ব্যানার বহন করে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, নীলক্ষেত মোড়ে টায়ার জ্বালানো রয়েছে। সেখানে রাস্তা বন্ধ করে যানচলাচল আটকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে মূল সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন কোটাসংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু।