

আজ ১১ মার্চ (সোমবার) জাতীয় সংসদের ২য় অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসা বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। সেখানে তিনি কওমী মাদরাসার ছাত্রদের প্রকৃত মেধাবী আখ্যা দিয়ে বলেন, “কওমী মাদরাসায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে, যারা প্রকৃত মেধাবী। কওমী মাদরাসার ছাত্রদের এই মেধা আমরা দেশের স্বার্থে কাজে লাগাতে চাই”।
গত ৪ মার্চ সংসদে কওমী মাদরাসাকে “বিষবৃক্ষ” আখ্যা দিয়ে রাশেদ খান মেননের দেয়া “আপত্তিকর” বক্তব্যের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ বলেন, মাদরাসা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা, এটা সঠিক নয়। হলি আর্টিজানে যে হামলা হলো সেখানে কারা জড়িত? তারা তো কেউ মাদরাসা শিক্ষিত না। সবাই তো উচ্চ শিক্ষিত। তাই মাদরাসা শিক্ষিতদের দোষারোপ করলে হবে না বরং মাদরাসা শিক্ষিত এই ছাত্র-ছাত্রীদের দেশের জন্য কাজে লাগাবো আমরা।
তিনি বলেন, কওমী মাদরাসা শিক্ষা এদেশেই কেবল নয় বরং এই উপমহাদেশে প্রকৃত শিক্ষার শুরু। শুধু ইসলামী শিক্ষাই নয় বরং এ উপমহাদেশে মূল শিক্ষাব্যবস্থাই মাদরাসা শিক্ষার মাধ্যমেই শুরু হয়েছে। আমরা কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বছর গবেষণা করেছি এবং এরপর কওমী মাদরাসাকে স্বীকৃতি প্রদান করেছি।