ঢাবির মুহসীন হলের ভিপি হলেন শহিদুল হক শিশির

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
শহিদুল হক শিশির।

পাবলিক ভয়েস: ডাকসু নির্বাচনে মুহসীন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থী শহিদুল হক শিশির। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৪৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনজাম হাসিব পেয়েছেন ২৭৯। অন্য প্রার্থী মারুফ আহমেদ পেয়েছেন ২৪৩ ভোট।

এছাড়াও জিএস ও এজিএস পদেও ছাত্রলীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। ওই হলের জিএস হয়েছেন মেহেদী হাসান মিজান (ছাত্রলীগ), এ জি এস হলেন সাদিল আব্বাস (ছাত্রলীগ)।

নির্বাচিত নতুন ভিপির গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। তিনি ভেদরগঞ্জ কিন্ডারগার্টেন, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, ভেদরগঞ্জ মডেল হাইস্কুল, এম এ রেজা ডিগ্রি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

মন্তব্য করুন