কুবিতে শিক্ষার্থীর আমরণ অনশন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

কাউসার হুসাইন, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) চলমান বাস সংকট নিরসনের দাবিতে আমরণ অনশন শুরু করছেন এক কুবি শিক্ষার্থী। তার নাম রিফাত আদনান। সে আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

রিফাত আদনান জানান, একাধিকবার বাস তথা পরিবহণ সংকট নিরসনের কথা বললেও প্রশাসন এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে ১০ মার্চের মধ্যে নতুন বাস সংযোজনের আশ্বাস দেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ ছাড়াই সেই সময়সীমা শেষ হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনের এমন উদাসীনতার প্রতিবাদেই আমরণ অনশন শুরু করছি।

তিনি বলতে থাকেন, গত ২৪ ফেব্রুয়ারি আমি ছোটখাটো একটি দুর্ঘটনার শিকার হই, যা হয়েছিলো বাসে অধিক পরিমাণ শিক্ষার্থী থাকার কারণে। বাস সংকট নিরসন না হলে এমন দুর্ঘটনা থামবে না। এর আগে আমার বিভাগের এক বড়ভাই বাস দুর্ঘটনায় মারাত্মক আহত হন। পরিবহণ সংকটের কারণে আমরা শিক্ষার্থীদের সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আমাদের দাবি পূরণ না হলে অনশন চালিয়ে যাবো।

মন্তব্য করুন