

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত ড. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদের) নেতাদের কটুক্তি ও বাধার শিকার হয়েছে ইশা ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের প্রার্থীদের প্রচারণা। বাম নেতাদের এ আচরণের কঠোর প্রতিবাদ জানিয়েছে ইশা ছাত্র আন্দোলন।
সূত্র জানায়, আজ শনিবার (০৯ মার্চ) প্রচারণার শেষ দিনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ ফজলুল করীম মারুফ এর নেতৃত্বে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়াত প্যানেল প্রক্টর অফিসের সম্মূখ দিয়ে প্রচারপত্র বিতরণের সময় বহিরাগত বাম নেত্রী ডা. মণীষা চক্রবর্তীর নেতৃত্বে বাম সংগঠনের কর্মীরা কুরুচিপূর্ণ শ্লোগান ও ইশা ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এলোপাথারি বিদ্ধেষমূলক বাক্য ছোড়ে। যা ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করে।
বাসদ নেত্রী মণীষা চক্রবর্তী
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও যেগাযোগ সম্পাদক কে এম শরিয়তুল্লাহ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ আচরণের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এবং আদর্শিক রাজনীতি করা কোন সংগঠনের কাছ থেকে এই ধরনের আচরণ আমাদের আশাহত করেছে। আমরা মনে করি, ক্যাম্পাস হলো জ্ঞান চর্চার কেন্দ্র। এখানে পারস্পরিক বোঝাপড়া হবে জ্ঞানের মাধ্যমে এবং পরস্পরের মোকাবিলাও হবে জ্ঞানের মাধ্যমে, বাম ধারার মতো আদর্শ ভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা যখন পেশিশক্তি নির্ভর সংগঠনগুলোর মতো আচরণ করে, তখন আমরা দুঃখ ও ভারাক্রান্ত হই।
নেতৃদ্বয় বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই, কাউকে প্রতিহত বা প্রতিরোধ করার মতো সহিংস রাজনীতি আমরা সর্বদাই এড়িয়ে চলি কিন্তু তাদের এই আচরণ আমাদের আশাহত করে। আমরা চাই ক্যাম্পাসে সবার সহাবস্থানমূলক কার্যক্রম পরিচালিত হোক।
প্রসঙ্গত : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল নিয়ম-নীতি মেনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অংশ নিয়েছে। ছাত্রলীগ, ছাত্রদল ও বামদের তীব্র বাধার মুখেও যৌক্তিকভাবে নির্বাচনে অংশ নেয় ইশা ছাত্র আন্দোলন। প্রচারণা শুরুর দিক থেকেই আচরণবিধি মান্য করে প্রচারণা চালায় ইশা ছাত্র আন্দোলন এবং ক্যাম্পাসে তাদের প্রচারণা বেশ সাড়া ফেলেছে বলেও দাবি তাদের। উল্লেখ্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হেভিওয়েট প্রার্থী ছিল মেয়র প্রার্থী হিসেবে। তখন থেকেই ইসলামী আন্দোলনের প্রতি তার খেদ বলে অনেকের ধারনা।