কাদেরকে দেখতে সিঙ্গাপুরে স্বজনরা

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯

পাবলিক ভয়েস: হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর গেছেন ছোট ভাই, ভাগিনা, ভাতিজাসহ ছয়জনের একটি দল।

গতকাল শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি প্লেনে করে তারা রওনা দেন। যারা যাচ্ছেন তারা হলেন- কাদেরের ছোট ভাই ও বসুরহাট পোর মেয়র আব্দুল কাদের মির্জা, ভাগিনা কর্নেল ফখরুদ্দিন, ভাতিজা মির্জা মাসরুর কাদের তাসিক, কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, ব্যবসায়ী অরবিন্দ ভোমিক, আ.লীগ নেতা আইয়ুব আলী।

কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন