ছাত্রলীগের হাতে মর্যাদাহানির অভিযোগ তুলে অধ্যাপক মিজানুর রহমানের পদত্যাগ

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছেন আইন বিভাগের শিক্ষক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

পদত্যাগের কারণ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ছেলেকে মারধর করেছেন এবং তিনি নিজেও তাদের হাতে মর্যাদাহানির শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (৮ মার্চ) বিকালে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এর আগে দুপুরে ফজলুল হক হলের মসজিদে এক শিক্ষার্থীর সঙ্গে মিজানুর রহমানের ছেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তার ছেলেকে মারধর করা হয়। পরে নিজের কার্যালয়ে অবরুদ্ধ করে মিজানুর রহমানের পদত্যাগ দাবি করে হল শাখা ছাত্রলীগ। সে দাবির জেরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ফজলুল হক মুসলিম হলের মসজিদে জুমার নামাজ পড়তে আসেন হল প্রভোস্ট অধ্যাপক মিজানুর রহমানের ছেলে। মসজিদে জায়নামাজ বিছানোর সময় অন্য এক শিক্ষার্থীর পায়ে পা লাগে। এতে ক্ষিপ্ত হন ওই শিক্ষার্থী। নামাজ শেষে মিজানুর রহমানের ছেলের সঙ্গে ওই শিক্ষার্থীসহ অন্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজানুর রহমানের ছেলেকে মারধর করেন তারা। হলের ওই শিক্ষার্থীর পক্ষে ডাকসু নির্বাচনে হল সংসদের প্রার্থীরা অবস্থান নেন। তারা অন্য নেতাকর্মীদেরও জড়ো করেন। এরপর প্রভোস্টের পদত্যাগের দাবি তোলেন তারা।

ঘটনার খবর পেয়ে ফজলুল হক হলে যান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তারা গিয়ে নেতাকর্মীদের শান্ত করেন।

মন্তব্য করুন