বিশ্ব নারী দিবস উপলক্ষে খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

কাওসার আহমেদ, খুবি: আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে দিনটি উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে পুনরায় হাদী চত্বরে যেয়ে শেষ হয়। শোভাযাত্রায় সামাজিক বিজ্ঞান স্কুলের আওতায় ডিভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেষে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন সংক্ষিপ্ত বক্তব্যে এ দিবসের গুরুত্ব তুলে ধরে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য স্কুলের সকল ডিসিপ্লিন প্রধান, হলের প্রভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই দিবসসহ অন্যান্য দিবসও উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন