এবার অস্ত্র নিয়ে বিমানবন্দর পার হলেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৯

চট্টগ্রামে যাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর নভো এয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে যা অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানারে ধরা পড়েনি। তিনি পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে যান। বিমানবন্দরের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দাবি, প্রথমবার স্ক্যানের সময় অস্ত্র থাকার কথা বলেননি এই চলচ্চিত্রাভিনেতা। দ্বিতীয়বার স্ক্যানের আগেও বলেননি। দ্বিতীয় স্ক্যানের সময় অস্ত্রটি মেশিনে ধরা পড়লে সঙ্গে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন ইলিয়াস কাঞ্চন। এরপর প্রক্রিয়া অনুসরণ করে তাকে অস্ত্রটিসহ যেতে দেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী, অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম স্ক্যানের সময়ই যে কারও বৈধ অস্ত্র থাকার ঘোষণা দেওয়া উচিত। বৈধতার প্রমাণপত্রও দেখানো উচিত।

ইলিয়াস কাঞ্চনের মতো আরও অনেকেরই ব্যক্তিগত বৈধ অস্ত্র আছে। নিয়ম না জানা থাকলে তাতে ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু, এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। স্ক্যানার অপারেটররা প্রথম সুযোগেই কারও ব্যাগে থাকা অস্ত্র ও গুলি ধরতে পারার মতো সক্ষম কিনা এতে উঠে এসেছে সেই প্রশ্নও।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ‘উনি (ইলিয়াস কাঞ্চন) একজন দায়িত্বশীল মানুষ। হয়তো সঠিক আইনটা জানা ছিল না বলে ভেতরে ঢুকে অস্ত্র সঙ্গে থাকার কথা বলতে চেয়েছেন। কিন্তু, এই পরিস্থিতির সুযোগ নিয়ে যদি কোনও সন্ত্রাসী অস্ত্র নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে তখন কী হবে?’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক টার্মিনালের প্রবেশ মুখেই যাত্রীদের দেহ তল্লাশি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মীরা। একইসঙ্গে স্ক্রিনিং মেশিনে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগগুলোও তল্লাশি করা হয়। এরপর যাত্রী সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বোর্ডিং পাস ইস্যু করার পর ব্যাগ ফের তল্লাশি করে উড়োজাহাজে ওঠানো হয়। একইসঙ্গে যাত্রীও মুখোমুখি হন দ্বিতীয় দফা দেহ তল্লাশির। নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী উড়োজাহাজে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এমনকি নেল কাটার বা কাঁচিও সঙ্গে নিতে পারেন না।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন