
মনের ব্যথা : আবদুর রহমান কোব্বাদীর কবিতা

মনের ব্যথা
আবদুর রহমান কোব্বাদী
মনের ব্যথা বলছে কথা
অশ্রু হয়ে সারাক্ষণ,
বলবো কাকে বুঝবে কে তা
বুঝার আজ খুব প্রয়োজন।
ইসলাম নিয়ে খেলছে ওরা
আমরা যেন রিমোর্ট পুতুল,
যখন যেমন চাইছে তারা
বিবাদ বিষের বিঁধছে শূল।
অবুঝ অনুজ আবেগ নিয়ে
রুখতে চায় নিজ মতে,
বুঝতে হবে বিবেক দিয়ে
ধ্বংস আসে কোন পথে।
বাতিল যারা চাইছে তারা
এক না হতে আমরা কেউ,
হিংসার তুসে দ্রোহের আগুন
দিচ্ছে জ্বেলে নিজ ঘরেও।
আমরা থাকবো স্ব-বিবাদে
ধ্বংস করবো নিজের ঘর,
ওরা গড়বে নিজ মতবাদ
আসন গাড়বে অধিকতর।
দিনের শেষে বুঝবো সবাই
লাভ হবে না তখন কিছু,
সব হারিয়ে আমরা সবাই
ঘুরবো তখন তাদের পিছু।