

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) বিষয়ে বলেছেন, “যারাই আদর্শিক পরিবর্তন চায় তারা যে কোন আদর্শ থেকেই হোক না কেন তারা আমাদের সাথে আসতে পারে_আমাদের সাথে কাজ করতে পারে। বর্তমান শাসনতন্ত্রের মধ্যে আদর্শিক পরিবর্তন চাইলে ছাত্রসমাজকে ইশা ছাত্র আন্দোলনের সাথে কাজ করার আহবান জানান তিনি।
ডাকসু নির্বাচনে ইশা ছাত্র আন্দোলন-এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচন নিয়ে একটি ভিডিও প্রতিবেদনের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আদর্শিক রাজনীতি করে থাকে। যেকোনো মতাদর্শের ছাত্ররাই যদি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আদর্শের সাথে একমত হয় তবে তারা আমাদের সাথে ডাকসু নির্বাচনে একসাথে কাজ করতে পারে। তিনি আরও বলেন, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি যোগ্য আদর্শিক নেতৃত্ব তৈরি করতে। ছাত্র সমাজের যে কোন যৌক্তিক সমস্যা সমাধানে ইশা ছাত্র আন্দোলন কাজ করে যাবে। প্রতিবেদনে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়েই অংশগ্রহণের পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের প্যানেলে নারীসহ উপজাতি ছাত্ররাও অংশগ্রহণ করবে।
সবার অংশগ্রহণে ডাকসু নির্বাচনের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ডাকসু নির্বাচন ; কি বলছেন ইশা ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ
রাজনীতির মাঠে ইসলামী ছাত্রশিবিরকে অনুসরণ করেন কি না জানতে চাইলে তিনি বলেন, মৌলিক বিষয় গুলোতে স্বাভাবিকভাবেই অনেকের সাথে মিলে যাবে কিন্তু তাই বলে তাদের অনুকরণ করা হচ্ছে বিষয়টি তা নয় বরং তারা তাদের আদর্শ নিয়ে এবং আমরা আমাদের আদর্শ নিয়ে পথ চলি। তাই তাদের অনুকরণের প্রশ্ন এখানে নেই। আমরা চাই ছাত্র সমাজের মধ্যে শিক্ষা-দীক্ষার সাথে নৈতিকতার পূর্ণাঙ্গ সংমিশ্রণ ঘটাতে এবং ছাত্রদের মাঝে আদর্শিক নেতৃত্ব তৈরিসহ তাদেরকে নৈতিক ভাবে গড়ে তুলতে।
আরও পড়ুন : ডাকসু নির্বাচন সবার হোক : মতামত
প্রসঙ্গত দীর্ঘ প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) এ মাসে অনুষ্ঠিত হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ইশা ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচন “সবার অংশগ্রহণমূলক” করার দাবিতে ক্যাম্পাসে দৃশ্যমান মিছিল করে আলোচনায় এসেছিল। সরকার দলীয় ছাত্র সংগঠনসহ বাম সংগঠনগুলো ইশা ছাত্র আন্দোলনকে ডাকসু নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল। এরপর দীর্ঘ চড়াই-উৎরাই পার করে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : হ্যালো ঢাকা বিশ্ববিদ্যালয়