জাবিতে বিষ্ফোরণে দগ্ধ ৩

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

তানভীর হোসেন তাম্মান, জবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাঙামাটির সুইপার কোলনী এলাকায় একটি মোটর সাইকেলের তেলের ট্যাংক বিষ্ফোরণে ৩ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

গতাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩ টায় এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পরিচ্ছন্নতাকর্মী দীপালি রায় (৫৫) এবং তার এক মেয়ে ও শিশু রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভোর ৩ টায় সুইপার কোলনীর একটি বাসার সিড়ির নিচে রাখা মোটর সাইকেল বিকট শব্দে বিষ্ফোরণ হয়। সে সময় বাসায় অবস্থানরত দীপালি রায় তড়িঘড়ি করে সিড়ি বেয়ে নিচে নামতেই গায়ে বিষ্ফোরণ হয় তেলের ট্যাংকের। পরে প্রতিবেশীরা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক আনিসুর রহমান বলেন, আহত ৩ জনের মধ্যে দীপালি রায়ের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া বাকিদের ৩০-৪০ শতাংশ পুড়ে গেছে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন