

কাওসার আহমেদ, খুবি: আজ ২৮ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীনরবণ উপলক্ষে ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্বর ও কটকা স্মৃতিস্তম্ভ এবং শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে দিয়ে পুনরায় হাদী চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।