
ধর্মীয় কেন্দ্রটির উদ্বোধন করছেন উপাচার্য প্রফেসর ড.এস এম ইমামুল হক।

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সনাতন ধর্মাবলম্বীদের জন্য তৈরি কেন্দ্রীয় উপাসনালয় উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে নবনির্মিত এই ধর্মীয় কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড.এস এম ইমামুল হক।
এ সময় উপাচার্যের সহধর্মিনী মিসেম মণ্টি ইমাম পিএ খন্দকার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্টার ড. হাসিনুর রহমান, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সাল, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন উপাসনালয় ছিল না। মুক্তমঞ্চে অস্থায়ী উপসানলালয় তৈরি করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হত।