খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : ফখরুল

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাবলিক ভয়েস: খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গত সাড়ে ৩ মাসে তার কোনো ধরনের স্বাস্থ্যের পরীক্ষা করা হয়নি। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, তার সাথে তার পরিবারের সদস্যদেরও সাক্ষাৎ করতে দিচ্ছে না। ১৫ দিনের ধরেই সাক্ষাৎ করতে দিচ্ছে না। এমনকি তার আইনজীবীদের সঠিক মতো সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না।

তাকে চিকিৎসা না দেয়া ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলারই ভিত্তি নেই। প্রায় ৩০ মামলা সবই ভিত্তিহীন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

বিএনপির মহাসচিব বলেন, তার সাথে এমন আচরণ করবে তা দেশবাসী কল্পনায়ও করেনি। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষকের পত্নী। ‘৭১ সালে নির্যাতিত। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছেন। গণতন্ত্রের পক্ষে আজীবন সংগ্রাম করে আসছেন।

তার সাথে এ আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। কোনো সরকারে কাছেই তিনি এই আচরণ প্রাপ্য নয়। তার কোনো ক্ষতি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কারাগারে স্থানন্তর নয়, তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন