যুগান্তরের ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বেরোবিসাস

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামালের অবৈধ সম্পদ অর্জন নিয়ে দৈনিক যুগান্তরের প্রকাশিত প্রতিবেদনের জের ধরে পত্রিকাটির ৫ সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা ও কেরাণীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের আটকের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমিতির নেতৃত্ববৃন্দগণ বলেন, আইসিটি আইনের কালো ধরাগুলো বাতিলের দবিতে দেশের গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন ধরে সোচ্চার। স্বধীন গণমাধ্যমের কন্ঠরোধ করতে আইনটি যে অপব্যবহার হতে পারে তা এই ঘটনায় প্রমানিত হয়েছে।

তাই অবিলম্বে দৈনিক যুগান্তরের নবাবগঞ্জ প্রতিনিধি আজহারুল হক, কেরানিগঞ্জ প্রতিনিধি আবু জাফর সহ ৫ জনের বিরুদ্ধে দয়েরকৃত মামলা প্রত্যাহার ও সাংবাদিক আবু জাফরকে মুক্তির দবি জানান বেরোবিসাস।

পাশাপাশি আর কোন গণমাধ্যম কর্মী যাতে এই আইনের অপব্যবহারের শিকার না হয় সে বিষয়েও সরকারের পদক্ষেপ দবি করেন।

মন্তব্য করুন