
পাবলিক ভয়েস: রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশব্যাপী সব মসজিদে বাদ জুম’আ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
মোনাজাতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরবর্তীদিনে (২৩ ফেব্রুয়ারি) নিহতদের স্মরণে বিএনপি শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড বেগ পেতে হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ৮০টি লাশ উদ্ধার হয়। এ ছাড়া দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক।

