

নাজমুল হাসান, চবি: যথাযথ মর্যাদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চবিতে অধ্যয়নরত বরিশাল বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির ছাত্র উপদেষ্টা ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসানুল কবীর পলাশ।
আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক বদরুল আমিন সবুজ, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, রাকিবুল হাসান, অমিত মাহমুদ রাফিসহ সমিতির অন্যান্য সদস্যরা।
এছাড়াও আজ পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চবি উপাচার্য, উপ উপাচার্য, শিক্ষক সমিতি, অনুষদসমূহের ডিনবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি- অফিসার সমিতি, চবি মহিলা সংসদ, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতি, কালের কণ্ঠ শুভ সংঘ, বঙ্গবন্ধু পরিষদ ও আইভি রহমান স্মৃতি সংসদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।