বিএনপি নেতা মান্নানের স্ত্রী আর নেই

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯

পাবলিক ভয়েস: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের স্ত্রী সাজেদা বেগম (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টায় রাজধানীর তেজগাঁও এলাকায় ইমপালস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী আব্দুল মান্নান ও একমাত্র ছেলে মনজুরুল করিম রনিকে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আছর গাজীপুরের সালনা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইমপালস হাসপাতাল থেকে বেলা পৌনে বারোটায় দৈনিক দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক রাশেদুল হক বলেন, কিছুক্ষণের মধ্যে মরহুমার মরদেহ বারিধারার বাসায় নিয়ে যাওয়া হবে। দুপুরের দিকে গাজীপুরে নেওয়া হবে। সেখান থেকে সালনা গ্রামের মাঠে বাদ আছর জানাজা হবে।

মন্তব্য করুন