বগুড়ায় উপজেলা নির্বাচন নিয়ে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে আহত ১৩

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

পাবলিক ভয়েস: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে আ.লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল (৫৫), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু (৩৮), উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু (৩২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ইউপি সদস্য ডাবলু সরকার (৩৫), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল হাকিম (৩৫), এলাঙ্গী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু তাহের (২৩), এলাঙ্গী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন (২২), বিলচাপড়ী গ্রামের যুবলীগ কর্মী লাভলু রহমান (৪২), আব্দুল মোমিন (২৬), হাসাপোটল গ্রামের আ.লীগ কর্মী আবু হানিফ (২৭), নিমগাছি গ্রামের আ.লীগ কর্মী আব্দুল বাকী (৩৫), এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আসিব হোসেন (১৯) ও লিখন মাহমুদ (১৮)।

আরও পড়ুন…>>>বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার সামনেই বিএনপি নেতার মনোনয়নপত্র ছিঁড়ে ফেলল আ.লীগ নেতা

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকনের পক্ষে মনোনয়নপত্র দাখিলের জন্য সকাল থেকে উপজেলা পরিষদ সড়কের আ.লীগের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।

এদিকে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। এ সময় এলাঙ্গী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলালের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আ.লীগ কার্যালয়ের সামনে পৌঁছেন।

সেখানে আ.লীগের নেতা এমএ তারেক হেলালের মোটরসাইকেলের সঙ্গে যুবলীগ নেতা বনি আমিন মিন্টুর ধাক্কা লাগে। এ বিষয়টি নিয়ে এমএ তারেক হেলাল ও বনি আমিন মিন্টুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মাধ্যে সংঘর্ষ লেগে ১৩ নেতাকর্মী আহত হন।

ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধুনট উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, উপজেলা পরিষদ এলাকার বাইরে আ.লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন