জবি শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের তাণ্ডবে আবারও রণক্ষেত্রে

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের তাণ্ডবে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে জবি ক্যাম্পাস। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা প্রায় সাড়ে ১১ টায় জবি শাখা ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালীন সময়ে ছাত্রলীগ কর্মীদেরকে নানারকম দেশীয় অস্ত্র, রড, লাঠিসোটা, ইট পাটকেল হাতে নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায়।

এসময় তারা ক্যাম্পাসের শান্ত চত্বর ও শহীদ মিনারের সামনে অবস্থান নেয় এবং ‘জগন্নাথের মাটি, শোভন ভাইয়ের ঘাটি’, ‘জগন্নাথ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ ইত্যাদি হরেক রকম স্লোগান দিতে থাকে। সংঘর্ষ শুরু হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ব্যতীত সাবগেটগুলি বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মীরা এবং বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে।

সংঘর্ষের এক পর্যায়ে বিবিএ ভবনের নিচতলায় অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের ওপরেও চরাও হয় ছাত্রলীগের হেলমেট বাহিনী।

এসময় আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। ফলে ক্যাম্পাস জুড়ে এক আতঙ্কিত অবস্থা সৃষ্টি হয়।

আরও পড়ুন…>>>জবি শাখা ছাত্রলীগের অফিস সিলগালা!

এমতাবস্থায় অস্থিতিশীল ক্যাম্পাসকে শান্ত করতে বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জবি প্রশাসন।

উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সংঘর্ষের ফলে জবি শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ সহ কমিটি স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পরপরই জবি ছাত্রলীগের অভ্যন্তরীণ কলহের জের ধরে উত্থান ঘটে বিদ্রোহী গ্রুপের। যারা জবিতে ছাত্রলীগের নতুন কমিটি দাবি করছে।

এরই প্রেক্ষিতে কিছুদিন ধরে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে তরিকুল-রাসেল গ্রুপ ও বিদ্রোহী গ্রুপের মধ্যে। অপরদিকে গতকাল (১৭ ফেব্রুয়ারি) জবি শাখা ছাত্রলীগের অফিস সীলগালা করেছে জবি প্রশাসন।

মন্তব্য করুন