সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে, চার সাংবাদিক আহত

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া।

পাবলিক ভয়েস: সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় ছবি তুলতে গিয়ে চার ফটো সাংবাদিক হামলায় আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ক্যাম্পাসে মোহনা সাংস্কৃতিক সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করে। বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের টিলাগড় গ্রুপের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে বসা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় এমসি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা তাতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলীসহ চার ফটো সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তারা অনুষ্ঠান পণ্ডু করতে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা হয়েছে শুনেছি। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন