

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র ২০১৯-২০ দ্বি-বার্ষিক নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস-ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে নির্বাহী কমিটির ১০টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দপ্তর সম্পাদক পদে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক নওয়াপাড়ার বিশেষ প্রতিনিধি জয়নাল ফরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অন্যসব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ (দেশ সংযোগ), সাধারণ সম্পাদক পদে মোঃ সাঈয়েদু্জ্জামান সম্রাট নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন মোঃ হুমায়ুন কবির (আজকের তথ্য), ও মহেন্দ্রনাথ সেন (একুশে টিভি), যুগ্ম সম্পাদক পদে নেয়ামুল হোসেন কচি (সময় টিভি), কোষাধ্যক্ষ পদে অভিজিৎ পাল (ইনডিপেনডেন্ট টিভি), প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম নুর হাসান জনি (দৈনিক তথ্য)। নির্বাহী সদস্যের ৩টি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), আল মাহমুদ প্রিন্স (সময়ের খবর) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র সাবাদিক ওয়াদুদুর রহমান পান্না ও সদস্য হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী।