

কাওসার আহমেদ, খুবি: খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন (KUAA) ১ম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রসায়ন ডিসিপ্লিন। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রক্তন ছাত্র-ছাত্রীদের জন্য এই ফুটবল খেলার আয়োজন করে।
গত ১৫ ফেব্রুয়ারি বনানীস্থ পানি উন্নয়ন বোর্ডের খেলার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এবং বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। টুর্নামেন্টে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি ডিসিপ্লিনের প্রাক্তন গ্রাজুয়েটদের নিয়ে গঠিত দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
দিনের অপর এক খেলায় ফরেস্ট্রি ডিসিপ্লিনকে হারিয়ে ৩য় স্থান অধিকার করে অর্থনীতি ডিসিপ্লিন। সর্বোচ্চ গোলদাতা রাসায়ন ডিসিপ্লিনের সোহান। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় রসায়ন ডিসিপ্লিনের রাফসান।
আজ ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল খেলা প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এবং বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।
এসময় খেলার মাঠ প্রাক্তন গ্রাজুয়েটদের মিলন মেলায় পরিণত হয়। রাজধানীসহ আশপাশের এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েটদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখা এবং গ্রাজুয়েটদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এখন থেকে প্রতি বছরই এধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ। খেলার মাঠে প্রাক্তন গ্রাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং বর্তমান উপাচার্যকে পেয়ে এ মুহূর্তকে অবিস্মরণীয় বলে উল্লেখ করেন।