ভোট ডাকাতির পর সরকারের দু:শাসন আরও তীব্র হয়েছে : ফখরুল

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাবলিক ভয়েস: সরকাল গত ৩০ জিসেম্বর মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দু:শাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে। এমন মন্তব্য করে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন মাঠে নেমেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুস্কৃতিকারীরা বোমা মেরে বাগেরহাট জেলার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আকতার চেয়ারম্যানকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে খাজা মঈনুদ্দিন আকতারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, স্বৈরাচারী সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের রক্তে হাত রঞ্জিত করে ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ টু শব্দটি করতে সাহস না করে।

বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

মহাসমারোহে ভোট ডাকাতির পর নির্লজ্জ সরকারের আশকারায় শাসকগোষ্ঠীর মদদপুষ্ট ক্যাডাররা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুস্কৃতিকারীরা বোমা মেরে রামপাল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আকতার চেয়ারম্যানকে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে আবারও প্রমান করলো-বর্তমান স্বৈরশাসক দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। তবে তাদের এই সাধ কোনদিন পূরণ হবে না।

তিনি বলেন, দোয়া করি -মহান রাব্বুল আলামীন যেন মরহুম খাজা মঈনুদ্দিন আকতার চেয়ারম্যানকে বেহেস্ত নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদেরকে এই গভীর শোক সহ্য করার ক্ষমতা দান করেন।

মন্তব্য করুন