

পাবলিক ভয়েস: ভালবাসা দিবসে পথশিশুদের পাশে দাঁড়ালো চবির ‘লাভ ফির চিলড্রেন’ সংগঠন। ভালবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এই নীতিকে অনুসরন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কিছু শিক্ষার্থী গত বছরের ঠিক এই দিনেই গঠন করেছিল লাভ ফর চিলড্রেন (এলএফসি) নামে একটি সংগঠন।
আজ পূর্ণ হয়েছে সংগঠনটির এক বছর। এই বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটির সদস্যরা গত বছরের ন্যায় এ বছর ও পথশিশুদের মাঝে খাবার, চকলেট স্কুল ব্যাগ বিতরণ করে। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে ৩০ জন পথশিশুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংগঠনটির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। সেখানে পথশিশুদের নিয়ে একটি কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। সংগঠনটির কোন কমিটি ও আলাদা ফান্ডিং নেই। প্রত্যেক সদস্যরা নিজেদেরাই চাঁদা দিয়ে এই উদ্যোগটি গ্রহণ করেছে।
চকলেট, ব্যাগ এবং ফুল পেয়ে উচ্ছ্বাসিত সায়মা আক্তার নামে এক শিশু বলে– আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে কখনও এত আনন্দ পাইনি। আমার বাবা নেই আমি এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বাড়িতে গিয়ে মাকে বলবো আমিও বড় হয়ে এই ভাইয়াদের মতো যেন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি।
মঞ্জু নামের আরেক শিশু বলে ন আপু-ভাইয়ারা আমাদের খুব আদর করেছে। তারা আমাদের ফুল, চকলেট ও স্কুল ব্যাগ দিয়েছে। আমি আজকে খুব খুশি।
রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের ছাত্র ফাহাদ আহমেদ সুমন বলেন, পথশিশুদের নিয়ে কাজ করায় আমাদের মূল লক্ষ্য।সমাজে অনেক শিশু আছে যারা স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। আমরা চায় তাদের মুখে হাসি ফুটাতে। তাদের পাশে দাড়াতে। এটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজের সকলের উচিৎ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।