প্রিয় বাংলা ভাষা (কবিতা)

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ছবি: এনাইকিউ
প্রিয় বাংলা ভাষা
ইবরাহিম হাসান হৃদয়
পাখির গলায় পাখির ভাষা
গায় যে পাখি গান,
আমার ভাষা বাংলা ভাষা
বলে জুড়ায় প্রাণ।
হৃদয় খুলে বাংলা
ভাষায় ডাকি আমি মাকে,
গান যে শুনি প্রিয় ভাষার
পদ্মা নদীর বাঁকে।
আমার ভাষা আমার কাছে
সকল ভাষার সেরা,
বাংলা ভাষার শব্দ সকল
আছে মায়ায় ঘেরা।
ভাষার তরে রফিক সালাম
করলো জীবন দান,
রাখতে হবে তাইতো ধরে
বাংলা ভাষার মান।
তাইতো বলি ভিন্ন ভাষার
প্রেমটুকু হোক দুর,
বাজুক সবার মনের মাঝে
বাংলা ভাষার সুর।

মন্তব্য করুন