

নাজমুল হাসান, চবি: ডাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলেও খবর নাই চাকসু নির্বাচনের। তাই আলোচনায় উঠে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ(চাকসু)নির্বাচন।চাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সহমত পোষণকল্পে গণস্বাক্ষরের আয়োজন করেছে চবি শাখা ছাত্রলীগের একাংশ।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই গণস্বাক্ষরের আয়োজন করে নগর আ.লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী পাঁচটি গ্রুপ ‘ভার্সিটি এক্সপ্রেস, একাকার, রেড সিগনাল, এপিটাফ এবং বাংলার মুখ’ পক্ষের নেতাকর্মীরা।
এসময় সাধারণ শিক্ষার্থীদের কাছে দেখা যায়, চাকসু নির্বাচনের সমর্থনে সাদা কাপড়ে লিখা ‘নেশা মুক্ত ক্যাস্পাস গড়তে চাকসু নির্বাচন প্রয়োজন, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় চাকসু নির্বাচন দরকার, চাকসু এখন সময়ের দাবি’ ব্যানার।
গণস্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও বাংলার মুখ গ্রুপের নেতা আমির সোহেল বলেন, আমরা চাই ডাকসু নির্বাচনের পাশাপাশি অনতিবিলম্বে চাকসু নির্বাচনও দেওয়া হোক। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া উত্থাপনের জন্য ছাত্র প্রতিনিধির প্রয়োজনীয়তা অনেক বেশি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য চাকসুর বিকল্প নেই। তাঁরই ধারাবাহিকতায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে চাকসু নির্বাচনের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। এতে শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে চাকসু নির্বাচনের পক্ষে সহমত পোষণ করেছে। সামনের দিনগুলোতে চবি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান সহ বেশকিছু কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ রয়েছে আমাদের।