ববির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ বেতারে অনুষ্ঠান প্রচার

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

সাব্বির আহমেদ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র বরিশালে অনুষ্ঠিত হলো বিনোদন মূলক অনুষ্ঠান সেতু। অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত, আবৃতি এবং কৌতুক পরিবেশন করেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বরিশাল আগামীকাল মঙ্গলবার রাত ১০.০৫ মিনিটে এফএম ১০৫.২ মেগাহার্টজে সম্প্রচার করবে।

অনুষ্ঠানটিতে  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোট ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২য় বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসান। শিক্ষার্থীরা মনে করেন এধরণের অনুষ্ঠানে শিক্ষার্থীদের আরো অংশগ্রহণের সুযোগ দিলে তারা নিজেদের প্রতিভা বিকাশের  সুযোগ পাবে।

মন্তব্য করুন