নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
পুলিশি বাধায় কর্মসূচি পালন করা হলো না নারায়ণগঞ্জ মহানগর বিএনপির।

পাবলিক ভয়েস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সারাদেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি নারায়ণগঞ্জ মহানগর নেতাকর্মীরা।

আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করতে আসে। এসময় পুলিশের বাধার মুখে কর্মসূচি পালন না করেই ফিরে যেতে হয় তাদের।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করাটা আমাদের সাংবিধানিক অধিকার। তাই আমরা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। প্রেসক্লাব হচ্ছে মুক্তাঙ্গন। কিন্তু পুলিশ আমাদের প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা আর গলিতে কর্মসূচি পালন করবো না।

যে কেউ প্রেসক্লাবের সামনে প্রোগ্রাম করতে পারে। কিন্তু বিএনপি একটি বড় দল হয়েও কেন প্রেসক্লাবের সামনে প্রোগ্রাম করতে পারবে না। পুলিশ যদি আমাদের প্রোগ্রাম করতে না দেয় তাহলে তাদের সঙ্গে ঝামেলায় গিয়ে কর্মসূচি পালন করতে পারবো না। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করতে চাই।

এসময় এটিএম কামাল ছাড়াও উপস্থিত ছিলেন নারারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, অ্যাডভোকেট জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা রফিক আহম্মেদ, রিয়াজুল ইসলাম আজাদ, শহীদ সারোয়ার, সুমন মোহাম্মদ মামুন মাহমুদ, ফারুক শেখ, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আল-আরিফ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহ-রিয়ার চৌধুরী ইমন, মাকিদ মোস্তাকিম শিপলুসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

মন্তব্য করুন