
পাবলিক ভয়েস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে মন্তব্য করেছেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার ধানমণ্ডির আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন, রাষ্ট্রীয়ভাবে এ খবর আমরা পেয়েছি।
তিনি বলেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো। বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। ‘কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে। ‘তারা পুরনো মরচে ধরা নেতিবাচক রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে,’ বলেন তিনি।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দলের সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত প্রার্থিতার সিদ্ধান্ত নিয়েছে আ.লীগ।
এর ফলে ওই দুই পদে আ.লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। একাধিক প্রার্থী দেয়ার বিষয়ে কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসছে না, নির্বাচনটা একটু জমজমাট হোক।
আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে সম্পন্ন হবে উপজেলা পরিষদ নির্বাচন।
		
