

নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মাদক বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আজ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে থেকে শুরু হয় মাদক বিরোধী মিছিল এবং যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সামনে। পরে সেখানে প্রতিবাদী সমাবেশ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রতিবাদী সমাবেশে চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তারেকুল ইসলাম বলেন, দিন-দিন মাদক সেবনের প্রবণতা বেড়ে যাচ্ছে। যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ত কিছু ছেলে ছাত্রলীগের নামধারণ করে পুরো ছাত্রলীগের নাম খারাপ করছে। এই সকল ছেলেদেরকে বয়কট করতে হবে। তারা ছাত্রলীগের কেউ না। দেশকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এছাড়াও আরও বক্তব্য রাখেন চবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন ও ইলিয়াস মোল্লা, সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনতাসির মুন, সাবেক সহ সম্পাদক ফরহাদ হোসেন ও নাহিদ আলম এবং সাবেক সিনিয়র সদস্য সাইফুল ইসলাম।